জার্মানিতে বন্ধ জ্বালানি সরবরাহ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে পূর্ব ইউক্রেনের জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র৷ এই অঞ্চলে লাগাতার গোলাবর্ষণ চলছে৷ রাশিয়া ও ইউক্রেন একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে৷ রাষ্ট্রপুঞ্জের অনুরোধে ইউরোপের সর্ববৃহৎ পরমাণু কেন্দ্রটির অবস্থা পরিদর্শনে এসেছে ‘দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’ (আইএইএ)৷ এ অবস্থায় রাষ্ট্রুপুঞ্জের এক তদন্তকারী কর্তা জানালেন, যুদ্ধ ক্রমশ পশ্চিমি শক্তি বনাম রাশিয়া হয়ে উঠেছে৷ জাপোরিজিয়াম আইএইএ-র দল পৌঁছতেই জার্মানিতে গ্যাস সরবরাহের মূল লাইনটি বন্ধ করে দিয়েছে রাশিয়া৷ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার মূল নিশানা ছিল তার  শিল্পাঞ্চলগুলি৷ তার অনেকটাই এখন রাশিয়ার নিয়ন্ত্রণে৷ যেমন ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জাপোরিজিয়া৷ রাশিয়াকে রুখতে তার উপরে অসংখ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপ-আমেরিকা৷ পাল্টা অস্ত্র হিসেবে রাশিয়া জ্বালানি নিয়ে চাপ সৃষ্টি করছে ইউরোপের উপরে৷ বিষয়টি খুব একটা কঠিনও নয় তাদের জন্য, কারণ গোটা ইউরোপে, গতকাল অর্থাৎ শুক্রবার থেকে হঠাৎই জার্মানিতে জ্বালানি সরবরাহ করার প্রধান গ্যাসলাইনটি বন্ধ করে দিয়েছে রাশিয়া৷ সেই সঙ্গে একটি আতঙ্ক ছড়িয়েছে, তেল রফতানির মূল্য বাড়বে৷ রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত জ্বালানি সংস্থা গ্যাজপ্রম জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির জন্য জার্র্মনিতে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে৷ নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে গোলমাল৷ কিন্তু কূটনীতিকদের প্রায় সকলেরই বক্তব্য, এ-ও এক রকম যুদ্ধ৷ যুদ্ধ বিশ্লেষকদের অনেকেরই বক্তব্য, বৃহস্পতিবার জাপোরিয়া পরমাণু কেন্দ্রে পৌঁছেছে আইএইএ৷ শুক্রবার থেকে জার্র্মনিতে জ্বালানি সরবরাহের লাইন বন্ধ করেছে রাশিয়া৷ আজ তারা জানাচ্ছে যান্ত্রিক ত্রুটির কথা৷ পুরোটাই ‘পরিকল্পনামাফিক’ বলে বিশ্বাস বিশ্লেষকদের৷ গ্যাজপ্রম এখনও অবধি জানায়নি, কবে সব ঠিক হবে৷ শীতের আগে জ্বালানির দাম বাড়বে বলে ভয়ে রয়েছে ইউরোপ৷