জাতীয় প্রতীক নিয়ে বিতর্ক

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ১১ই জুলাই নয়া দিল্লীতে নূতন সংসদ ভবনের মাথায় জাতীয় প্রতীক অশোক স্তম্ভের  বিশাল প্রতিকৃতির উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী৷ গণতান্ত্রিক রীতিনীতি ভুলে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদের না ডাকা নিয়ে বিতর্ক আগেই শুরু হয়েছিল৷ এবার জাতীয় প্রতীক বিকৃত করার অভিযোগ উঠল মোদি সরকারের বিরুদ্ধে৷ ছবিতে সারনাথের অশোক স্তম্ভ ও নূতন সাংসদ ভবনের মাথায় প্রতিষ্ঠিত নবনির্মিত অশোকস্তম্ভের প্রতিকৃতি দেখলেই পার্থক্য বোঝা যায়৷

বিরোধীরা বলতে শুরু করেছেন অশোকস্তম্ভের সিংহ শান্ত ও শৌর্যের প্রতীক৷ কিন্তু সাংসদভবনে নবনির্মিত সিংহ যেন হিংস্র নরখাদক৷ বিরোধীরা এই বিকৃত জাতীয় প্রতীক অবিলম্বে নব নির্মিত সাংসদভবন থেকে সরিয়ে ফেলার দাবী তুলেছে৷ বিভিন্ন বিশিষ্ট জনেরাও জাতীয় প্রতীক বিকৃত করায় প্রতিবাদে সরব হয়েছেন৷ রাজ্যসভার সাংসদ জহর  সরকার বলেন--- সম্রাট অশোকের রাজকীয় সিংহের অপমান৷ আর.জে.ডি দলের অভিযোগ মোদির সিংহ নরখাদক ও দাম্ভিক, জাতীয় প্রতীকের সিংহ শান্ত ও সৌম৷