ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা পঞ্চায়েতের বুধিয়া গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন ও সুলেখা বিবি৷ তাদেরই একমাত্র সন্তান রাহুল শেখ অনুধর্ব ২০ বছরের জাতীয় স্তরের কবাডি প্রতিযোগিতায় যোগ দিতে বাঙলার চূড়ান্ত দলে সুযোগ পেয়েছে৷ অল ইন্ডিয়া কবাডি ফেডারেশন আয়োজিত স্তরের এই প্রতিযোগিতা ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে উত্তরাখণ্ডের হরিদ্বারে৷ আর এই প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে রাহুল. তাঁর বাবা একজন দিনমজুর, ঘরে অভাব থাকা সত্ত্বেও টাকা ধার করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে রাহুল, সে একাদশ শ্রেণীতে পড়ে৷
তার পরিবার থেকে জানা গিয়েছে, নাজমুল ব্যাঙ্গালুরুতে দিনমজুরের কাজ করে আর সেই অর্থেই সংসার চলে তাদের৷ রাহুল ছোট থেকেই কবাডি খেলে আসছে, গ্রামের অন্য ছেলেদের সঙ্গে বুধিয়া গ্রামেই সে অভ্যাস করত কবাডি খেলার৷ মালদহ জেলা কবাডি অ্যাসোসিয়েশনের সূত্রে জানা গেছে, অল ইন্ডিয়া কবাডি ফেডারেশনের জাতীয় স্তরের কবাডি প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে ট্রায়াল হয়েছিল৷ সেখানে সুযোগ পাওয়ার কলকাতায় রাজ্যস্তরের ট্রায়ালেও গিয়েছিল রাহুল৷ শেষ পর্যন্ত জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগ দিতে চূড়ান্ত বাঙলা দলে ১২ জনের মধ্যে সুযোগ পায় রাহুল৷ তাঁকে নিয়ে মালদহ জেলা কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তনু সাহা গর্ব বোধ করেন৷
রাহুল সংবাদ মাধ্যমকে জানান, ‘‘বাঙলা দলের হয়ে জাতীয় স্তরের কবাডি প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছি বলে আমি গর্বিত৷ খেলায় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব৷