গত ২১থেকে ২৩ ডিসেম্বর দ্বিতীয় ওপেন ন্যাশানাল তায়কোন্দো প্রতিযোগিতা ছিল৷ আসানসোলের একটি বেসরকারি সুকলে প্রতিযোগিতাটি হয়৷ উদ্যোক্তা কোরিয়ান তায়কোন্দো অ্যাকাডেমি ও বেঙ্গল মার্র্শল আর্ট তায়কোন্দো অ্যাকাডেমি৷ আসানসোল ইষ্টার্ন মার্র্শল আর্ট অ্যাকাডেমি প্রতিযোগিতার পরিচালনার দায়িত্বে ছিল এই প্রতিযোগিতাতেই অনূর্দ্ধ ১৮ কেজির বিভাগে জঙ্গলমহল এলাকার সাত বছরের এক বালক নাম মনোজ প্রামাণিক জাতীয় সেরা নির্বাচিত হল৷
পুরুলিয়ার মানভূম অ্যাকাডেমির সম্পাদক সৌমেন রক্ষিত বলেন, ‘‘ তিন দিনের দ্বিতীয় ওপেন ন্যাশানাল তায়কোন্দো প্রতিযোগিতায় আমাদের জেলা থেকে ৯ জন প্রতিযোগী গিয়েছিল৷ তার মধ্যে মনোজ সহ বিভিন্ন বিভাগে ৬ জন সোনা ও তিনজন রুপো পেয়েছে৷’’ তিনি জানান, মনোজ প্রামাণিক অনূর্দ্ধ ১৮কেজির বিভাগে জাতীয় সেরার শিরোপা পেয়েছে ৷ ‘বেস্ট ফাইটার’ নির্বাচিত হয়েছে সে৷
মনোজের কোচ সুফল প্রামাণিক বলেন, ‘‘পড়াশুনা শেষে তিনি গ্রামে ফেরেন গ্রামের মহিলাদের আত্মরক্ষার গুরুত্ব বোঝানোর জন্য গ্রামে প্রশিক্ষণ শিবির শুরু করেছিলেন৷ প্রথম দিকে কেউই তাঁকে সাহায্য করেনি,কিন্তু এখন অনেকেই এর গুরুত্ব বুঝতে পেরেছেন, এখন সকলে অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ও সরকারী অনুদানও পেয়েছেন৷’’
এর আগে গ্রামের কমিউনিটি হলের পাশের জমিতে নিয়মিত অনুশীলন চলত৷ ‘‘রোজ বিকেলে মনোজ গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সবকিছু দেখতো৷ তারপরে বাড়িতে ফিরে নিজের মনেই একা একা মহড়া দিত৷ সুফলবাবুকে বলার পর একদিন ওর পরীক্ষা নিলেন৷ ও যে জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগ দিয়ে সেরা হবে তা কবনও ভাবতে পারিনি৷’’ ---বললেন মনোজের বাবা সুকুমার প্রামাণিক৷