উশৃঙ্খল ছাত্র রাজনীতি গ্রাস করল রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে৷ শিক্ষা প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন---‘শিক্ষার মূল কথা বিশ্বের সব কিছুর সঙ্গে পূর্ণ যোগ৷ এই বোধের পথে প্রবৃত্তির সংযমহীনতা অন্তরায়, রিপুরা বাধা হয়ে দাঁড়ায়৷’ ঘৃণ্য দলীয় রাজনীতির শিকার ছাত্রসমাজকে প্রবৃত্তির সংযমহীনতা ও রিপুর তাড়না গ্রাস করেছে৷ তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে৷ শিক্ষার পবিত্র অঙ্গন রক্তাক্ত হচ্ছে ছাত্রের হাতে ছাত্র খুনে৷ সম্প্রতি দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র গোষ্ঠীর সংঘাত যে নৃশংস রূপ নিয়েছিল তাতে গোটা দেশ প্রতিবাদে উত্তাল হয়েছিল, তার রেশ এখনও কাটেনি৷ দেশের বাইরেও নিন্দার ঝড় বয়ে গেছে৷ বিশ্বের দরবারে ভারতের মাথা নত করে দিয়েছে৷ তাতেও ছাত্র সমাজের শিক্ষা হয়নি৷
রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে দুই ছাত্র সংঘটনের উচ্ছৃঙ্খল আচরণ রক্তাক্ত করল শান্তিনিকেতনের রাঙামাটিকে৷ বেশ কয়েকজন ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে৷ গ্রেফ্তার হয়েছে দুই ছাত্র নেতা৷ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক পক্ষ বহিরাগতদের নিয়ে এসেছিল---এই অভিযোগে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়৷ বচসা থেকে হাতাহাতি হয়৷ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়৷
রবীন্দ্রনাথের নিজের হাতে গড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই উচ্ছৃৃঙ্খল আচরণ বিশ্বের দরবারে বাঙলার মাথা হেট করে দিয়েছে৷ কলকাতা ভারতবর্ষের সাংস্কৃতিক শহর বলে বিশ্বে পরিচিত৷ বিশ্বভারতীতে বহির্ভারতের বিভিন্ন দেশ থেকে ছাত্র-ছাত্রা অধ্যয়ন করতে আসে৷ সেখানে দুই ছাত্র সংঘটনের এই আচরণ বহির্বিশ্বে কোন বার্তা পৌঁছে দিল? রাজনৈতিক নেতারা ছাত্রদের ‘পলিটিক্যিাল ডল’ বানাতে গিয়ে শিক্ষার এই হাল করেছে৷ যে যখন ক্ষমতায় আসে শিক্ষাক্ষেত্রগুলিকে দলীয় ছাঁচে ফেলতে চায় শিক্ষার আদর্শ বিসর্জন দিয়ে৷