জেলায় জেলায় আনন্দমার্গের সেমিনার্

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কৃষ্ণনগর দ্বিতীয় ডায়োসিস স্তরীয় ঃ গত ২১,২২ ও ২৩ জুলাই,২০২৩ মহা উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে ২১,২২ ও ২৩শে জুলাই শুক্র, শনি ও রবিবার নদীয়া ও মুর্শিদাবাদ জেলা থেকে ৮০জন প্রতিনিধির উপস্থিতিতে কৃষ্ণনগর মোমিনপার্কস্থিত জাগৃতি ভবনে আনন্দমার্গের সেকেন্ড ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হল৷ ২১শে জুলাই সকাল ৯-৩০ থেকে ১২-৩০ মিঃ তিনঘন্টাব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায়ের মধ্যে দিয়ে সেমিনারের শুভ সূচনা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রতিকৃতিতে মাল্যদান ও মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন কৃষ্ণনগর নারী কল্যাণ বিভাগের ডায়োসিস সচিব আচার্য বিশগানন্দ অবধূত, কৃষ্ণনগর ডায়োসিস সচিব অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা, প্রবীনা সন্ন্যাসিনী দিদি-মুর্শিদাবাদ জেলার নবীপুর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ তপারতী আচার্যা৷

নদীয়া জেলার ভুক্তি প্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস প্রমুখ সেমিনারের গুরুত্বের ওপর মূল্যবান আলোকপাত করেন৷ সেমিনারের তিনদিন ধরে---‘ভাগবত ধর্ম’ সাফল্য লাভের মূলীভূত কারণ ও ‘মাইক্রোবাইটাম ও মানবদেহে ও মনে তার প্রভাব’’--- বিষয়গুলির ওপর মূল্যবান আলোকপাত  করেন গ্লোবাল সেক্রেটারী,এস.এস এস ই আচার্য দেবাত্মানন্দ অবধূত৷ ‘‘দ্বন্দ্বাত্মক ভৌতিকতাবাদ’’ বিষয়টির ওপর মূল্যবান আলোকপাত করেন---‘নোতুন পৃথিবী’ পত্রিকার সম্পাদক আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ সাংঘটনিক আলোচনায় ছিলেন অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা৷ সমাপ্তি অনুষ্ঠান পর্বে ব্লক লেবেল সেমিনার সূচী প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন---ডাঃ বৃন্দাবন বিশ্বাস ও আচার্য বিশগান্দ অবধূত৷

আনন্দনগর ঃ গত ১৪-১৬ই জুলাই,২৩, ত্রি-দিবসীয় আনন্দনগর ফার্ষ্ট ডায়োসিস সেমিনার  ভজন-কীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, পাঞ্চজন্য, নগর কীর্ত্তন ও মিলিত আহার সহযোগে নিম্নোক্ত বিষয়ের উপর আলোকপাত করা হয়৷ ১) ভাগবত ধর্ম ২) সাফল্য লাভের মূলীভূত কারণ ৩) মাইক্রোবাইটাম ও মানবদেহে ও মনে তার প্রভাব ৪) দ্বন্দ্বাত্মক ভৌতিকবাদ ও গণতন্ত্র প্রশিক্ষকরূপে ছিলেন আচার্য মোহনানন্দ অবধূত ও আচার্য সুতীর্থানন্দ অবধূত৷

বাঁকুড়া ঃ বাঁকুড়া জেলার দুর্লভপুরে গত ২৯ ও ৩০শে জুলাই দ্বিতীয় ডায়োসিস স্তরের সেমিনার অনুষ্ঠিত হয়৷ দু’দিনের এই আলোচনা সভায় আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক ও সামাজিক বিষয়ের ওপর আলোচনা করেন আচার্য পূর্ণদেবানন্দ অবধূত ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ ৩০শে জুলাই অপরাহ্ণে দুর্লভপুর বাজারে একটি প্রকাশ্যসভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন প্রবীন সন্ন্যাসী আচার্য মোহনানন্দ অবধূত৷ স্বাগত ভাষণ দেন জেলার ভুক্তিপ্রধান আশিষ কুমার মণ্ডল৷ এছাড়া বক্তব্য রাখেন আচার্য পূর্ণদেবানন্দ অবধূত,আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ সভাপতির ভাষণের পর সভার সমাপ্তি ঘোষনা করা হয়৷ সভার শুরুতে সঙ্গীত পরিবেশন করেন দুর্লভপুর আনন্দমার্গ স্কুলের ছাত্রবৃন্দ৷ এছাড়া প্রত্যহ নগর কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ ২৯শে জুলাই বৃক্ষরোপণ কর্মসূচীও পালন করা হয়৷ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাজল ঘাঁটি থানার আইসি ও স্টেট ও সেন্ট্রাল ব্যাঙ্কের ম্যানেজারগণ৷ সমগ্র অনুষ্ঠানটি সুচারু রূপে পরিচালনা করেন আচার্য সত্যনিষ্ঠানন্দ অবধূত৷

হাওড়া ঃ হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের সন্ধিপুরে ব্লকস্তরের সেমিনার অনুষ্ঠিত হয় গত ২৩শে জুলাই৷ ব্লকের মার্গী ভাইবোন কয়েকজন স্থানীয় মানুষের উপস্থিতিতে আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়ে আলোচনা করেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা, অমিয় পাত্র, অবধূতিকা আনন্দ কিশলয়া আচার্যা ও মহাব্রত দেব৷ পরিশেষে সাংঘটনিক পর্যালোচনা করেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷

গত ৩০শে জুলাই  ডোমজুড় ব্লক স্তরের সেমিনার অনুষ্ঠিত হয় খসমরা গ্রামে৷ এখানে আলোচনা করেন অমিয় পাত্র ও মহাব্রত দেব৷ মার্গী ভাইবোন ছাড়া বেশ কিছু স্থানীয় মানুষ আনন্দমার্গ বিষয়ে জানতে সেমিনারে উপস্থিত হয়েছিলেন৷ উপস্থিত সকলে গভীর মনোযোগ সহকারে আলোচনা শোনেন ও পরবর্তীতে আনন্দমার্গ বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা ও দিদি অবধূতিকা আনন্দ কিশলয়া আচার্যা৷

বর্ধমান ঃ গত ২৮,২৯ ও ৩০শে জুলাই বোরহাট আনন্দমার্গ আশ্রমে বর্ধমান জেলার দ্বিতীয় ডায়োসিস স্তরের সেমিনার অনুষ্ঠিত হয়৷ এখানে প্রায় তিন শতাধিক মার্গী উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন৷ প্রশিক্ষক ছিলেন আচার্য দীপাঞ্জনানন্দ অবধূত ও আচার্য বিশুদ্ধাত্মানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা৷