১১ই আগষ্ট অগ্ণিযুগের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস৷ ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে এদিন জেলায় জেলায় শহীদ ক্ষুদিরাম স্মরণে নানা অনুষ্ঠান করা হয়৷ হুগলী জেলার চুঁচুড়াতে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে এই দিন ক্ষুদিরামের মূর্ত্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিন্হা জেলা কমিটির সদস্য অমলেশ গুঁই প্রমুখ৷ প্রবীন আমরা বাঙালী নেতা শ্রী প্রভাত খান স্বরচিত কবিতা পাঠ করে শহীদ ক্ষুদিরামকে শ্রদ্ধা নিবেদন করেন৷
হাওড়া আন্দুলে, উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর, কাঁকিনাড়া, বারাসাত প্রভৃতি স্থানে ক্ষুদিরামের আত্মবলিদান দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়৷ হাওড়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্মসচিব অর্ণব কুণ্ডু চৌধুরী, জয়ন্ত শীল, গোপা শীল প্রমুখ৷ উত্তর ২৪ পরগণার অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সংঘটন সচিব জয়ন্ত দাস, সমতটের সংঘটন সচিব অরূপ মজুমদার,গৌতম মণ্ডল, মোহন অধিকারী, মিন্টু বিশ্বাস, তপময় বিশ্বাস প্রমুখ৷
বীরভূম সাঁইথিয়া উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি প্রভৃতি স্থানে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করেন আমরা বাঙালী কর্মী সমর্থকরা৷ দার্জিলিং জেলার খড়িবাড়ীতে বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে দিনটি পালন করা হয়৷
এই দিন ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাগবাজার বাটার মোড়ে ও চেতলায় কলকাতার জেলা কমিটির পক্ষ থেকে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করা হয় ৷ এছাড়া দুই মেদিনীপুর, পুরুলিয়া বীরভূমের সাঁইথিয়ায়, মুর্শিদাবাদে, শিলিগুড়িতে, জলপাইগুড়ি শহরে আত্মবলিদান দিবস পালিত হয়৷ ঝাড়খণ্ডে টাটানগর বোকারোতে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়৷
শিলচর, আগরতলা শহরেও আমরা বাঙালীর পক্ষ থেকে আত্মবলিদান দিবস পালন করা হয়৷