লেখক
অনির্বান
জীবনের পথ ধরে যেতে যেতে
কতবার থেমে গেছি৷
অজানা ভয় আর অজানা শঙ্কায়৷
তারপর৷
একটা সময় পরে, অজানা সে পথিকের,
কোমল স্পর্শ পেয়ে শান্ত হ’ল মন৷
তাই বার বার জিতে গেছি জীবন রণাঙ্গণে৷
অবাক বিস্ময়ে ভেবেছি,
কে তুমি অজানা পথিক
জীবনের অন্ধকারে আলো জ্বেলে পথে পথে৷
এলে তুমি নিয়ে যেতে, তোমারই কাছটিতে৷
একাকী দিনের শেষে, কখনো গভীর নিশীথে
ভেবে গেছি একা একা নিদ্রাহীন সময়কে মেপে
কখনো গভীর রাত, তারা ভরা সন্ধ্যাকাশ৷
ভেবে গেছি কে তুমি, কেন ধরা দাও না আমায়
শেষের সময় এসে ভাবি, শুধু ভাবি আমি৷
বিশ্বভরা বিরাটের মাঝখানে,
তুমি ওগো কত না বিরাট৷
- Log in to post comments