জীবন্ত আগ্ণেয়গিরির ওপর দিয়ে স্ল্যাকলাইন ওয়াকে দুই যুবকের বিশ্বরেকর্ড

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

প্রশান্ত মহা সাগরের দক্ষিণপশ্চিম দিকে অবস্থিত তান্নাদ্বীপ৷ সেই দ্বীপেই রয়েছে জীবন্ত আগ্ণেয় গিরি ‘ইয়াসুর’৷ একটু সময় পর পরই তার মধ্যে থেকে ঠিকরে বেরিয়ে আসছে লাভা৷ তারই মধ্যে একটি সরু টিউব জাতীয় বস্তুর ওপর ভারসাম্য রেখে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে চলেছেন দুই ব্যষ্টি৷ জীবন আগ্ণেয়গিরির ওপর বিশ্বের দীর্ঘতম স্ল্যাকলাইন ওয়াকের জন্য এভাবেই গিনেসবুক অব ওয়ার্লড রেকর্ডের খাতায় নাম লেখালেন রাফায়েল জুঙ্গো ব্রিদি ও আলেকজান্দার স্কালজ৷ সম্প্রতি দুজনের এই সাহসী পদক্ষেপের  ভিডিও পোষ্ট করেছে গিনেস বুক ওর্য়াল্ড রেকর্ডস কর্ত্তৃপক্ষ৷