জিএসটি’র  হার কমানো হবে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে  বিজেপি জোর ধাক্কা  খাওয়ায় এবার  জনগণের হৃদয় জয় করার  জন্যে  নোতুন ষ্ট্র্যাটেজি  নিয়েছে৷ সেই  অনুসারে  প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি জানিয়েছেন জি.এস.টি’র হার কমানো হবে৷  মোদিজীর ঘোষণা আগামী লোকসভা নির্বাচনের  আগে  আমজনতাকে স্বস্তি দিতে ৯৯ শতাংশ  পণ্যসামগ্রীতে জি.এস.টি’র হার  ১৮ শতাংশের  নীচে  নাবিয়ে  আনা হবে৷ বর্তমানে  বহুপণ্যে  জি.এস.টি’র হার  ২৮ শতাংশ  পর্যন্ত  আছে , এগুলিতে  জি.এস.টির  হার  ১৮ শতাংশের  নীচে নাবিয়ে আনা হবে৷