জি.এস.টির সর্বনিম্ন হার বাড়ানোর প্রস্তাব মধ্যবিত্তের সংসারে আর্থিক দুর্র্যেগের আশঙ্কা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রুটিন মেনে নিত্য পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের সংসারে আকাল এনে দিয়েছে৷ এবার জি.এস.টির সর্বনিম্ন হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করার প্রস্তাবে চরম আর্থিক দুর্র্যেগ ঘনিয়ে আসতে পারে মধ্যবিত্তের সংসারে৷ কারণ নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ পণ্যই ৫ শতাংশ জি.এস.টির আওতাভুক্ত৷ আবার  নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ব্যবহৃত বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল জি এস টি মুক্ত৷ জি.এস.টি আওতার বাইরে থাকা বেশ কিছু পণ্য এবার জি.এস.টি ভুক্ত করার প্রস্তাবও আছে৷ পেট্রপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি,

জি.এসটির সর্বনিম্ন হার বৃদ্ধি, জি.এস.টির বাইরে থাকা নিত্যপ্রয়োজনীয় পণ্য জি.এস.টির অধীনে আনার প্রস্তাব--- নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে থামবে! জি.এস.টির বর্তমান কাঠাময় আছে চারটি ধাপ---৫,১২,১৮,২৮ শতাংশ৷ এই মাসেই জি.এস.টি কাউন্সিলের বৈঠক হতে চলেছে৷ সেখানে জি.এস.টির ধাপ নিয়ে আলোচনা হবে৷ তার আগে জি.এস.টির হার নির্ধারন, ক্ষতিপূরণ ইত্যাদি সম্পর্কে সুপারিশ করে ফিটমেন্ট কমিটি৷ এই কমিটিই জি.এস.টির হার পরিবর্তনের সুপারিশ করেছে৷ এই প্রস্তাবে রয়েছে---জি.এস.টির সর্বনিম্ন হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ, ১২ শতাংশের পণ্যগুলি ১৮ শতাংশে  নিয়ে যাওয়া ও ২৮ শতাংশকে কমিয়ে ২২ শতাংশ করা, অর্থাৎ পূর্বের চারটি  ধাপ, ৮,১২,১৮,২৮ শতাংশকে কমিয়ে ৮,১৮,২২ শতাংশ তিনটি ধাপে নিয়ে আসা৷ এই প্রস্তাব গ্রহণের চূড়ান্ত  সিদ্ধান্ত নেবে জি.এস.টি কাউন্সিল৷

জি.এস.টির সর্বচ্চ ধাপের পণ্যগুলির অধিকাংশই বিলাস সামগ্রী, সেই পণ্যের কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হলে আর  সর্বনিম্ন ধাপের কর, যার আওতায় পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলি, যা সাধারণত গরীব মধ্যবিত্ত পরিবারগুলি ব্যবহার করে তার কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হবে৷ জি.এস.টির হারের পরিবর্তনের এই প্রস্তাব মধ্যবিত্ত গরিবের ঘাড়েই কোপ মারবে৷ একে পেট্রপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি তারপর কাটা ঘায়ে নুনের ছিটের মত জি.এস.টির সর্বনিম্ন হার বৃদ্ধি---এরফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাবে৷ অপরদিকে ধনীর বিলাসদ্রব্যের দাম কমবে৷ অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য বাড়বে৷ দু মুঠো অন্ন জোগাড় করতে মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত হবে৷ এই হচ্ছে প্রধানমন্ত্রীর গরিবের জন্য কাজ৷