ক্রিকেটের এত বছরের ইতিহাসে জিম্বাবোয়ের প্রথম ব্যাটার যে ৩০০ রান করে ইতিহাস গড়ে ফেলেছে আনতুম নাকভি৷ ২৪ বছরের এই ব্যাটার ইতিহাস গড়লেন৷ আন্তর্জাতিক ক্রিকেটে তো নয়ই, ঘরোয়া ক্রিকেটেও এর আগে কখনও জিম্বাবোয়ের কোন ব্যাটার ট্রিপল সেঞ্চুরি করেনি৷
নাকভি খেলেন মিড ওয়েষ্ট রাইনোসের হয়ে৷ লোগান কাপের ম্যাচে হারারেতে মাতাবেলেলেন্ড টাস্কার্সের বিরুদ্ধে ত্রিশতরান করলেন তিনি৷ গত শুক্রবার ২৫০ রান করে অপরাজিত ছিলেন আনতুম৷ গত শনিবার মধ্যাহ্ণভোজের আগেই ৩০০ করেন৷
এই ইনিংসে একাধিক রেকর্ড ভাঙলেন আনতুম৷ জিম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেট লোগান কাপে ২৬৫ ছিল সব থেকে বেশি রানের ইনিংস৷ ২০১৭-১৮ মরসুমে সেফাস ঝুয়ায়ো সেই রান করেছিলেন৷ জিম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেটে সব থেকে বেশি রান করেছিলেন রে গ্রিপার৷ তিনি কিউরি কাপে সেই ইনিংস খেলেছিলেন৷ গ্রিপাপেররেকর্ডও ভেঙে দেন আনতুম৷
জিম্বাবোয়ের মাটিতে সব থেকে বেশি রানের ইনিংসটি খেলেছিলেন নিউজিল্যাণ্ডের মার্ক রিচার্ডসন৷ তিনি ৩০৬ রান করেছিলেন৷ আনতুম সেই রেকর্ডটাও টপকাতে পারত কিন্তু তিনি ৩০০ রানে পৌঁছাতেই তাঁর দল ম্যাচ ডিক্লেয়ার করে দেয়৷