জিম্বাবোয়েকে ৪-১ হারিয়েই শ্রীলঙ্কা সফর নিয়ে ভাবনা শুরু

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

জিম্বাবোয়ে সফরে সফল অধিনায়ক শুভমন গিল৷ ৪-১ ব্যবধানে জিতেছেন তরুণ ক্রিকেটারদের নিয়ে৷ সেই সিরিজ জিতেই শ্রীলঙ্কা সফর নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন শুভমন৷ তবে সেই সিরিজে তিনি অধিনায়ক থাকবেন কি না তা এখনও স্পষ্ট নয়৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই ভারতীয় দল নেমে পড়েছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে৷ সেই সিরিজ জিতেই শুভমন বলেন, ‘‘দুর্দান্ত সিরিজ৷ প্রথম ম্যাচে হারের পরেও আমরা ফিরে আসতে পেরেছি৷ অনেক ক্রিকেটার লম্বা বিমানযাত্রার পর এখানে এসেছে৷ তারা অভ্যস্ত ছিল না এই পরিবেশে খেলার জন্য৷ কিন্তু যে ভাবে তারা মানিয়ে নিয়েছে, সেটা অসাধারণ৷ এশিয়া কাপ খেলতে আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম৷ সেখানে খেলার জন্য মুখিয়ে আছি৷ ওখানেও রান করতে চাই৷’’ এই সিরিজে সেরা হয়েছেন ওয়াশিংটন সুন্দর৷ তিনি আটটি উইকেট নিয়েছেন৷ ধারাবাহিক ভাবে ভাল খেলে সিরিজ সেরা সুন্দর৷ তিনি বলেন, ‘‘জয় দিয়ে শেষ করতে ভাল লাগছে৷ প্রথম ম্যাচের পর বুঝতে পেরেছিলাম এখানকার পরিবেশ দক্ষিণ আফ্রিকার মতো৷ পিচে গতির সঙ্গে বাউন্স রয়েছে৷ সেই অনুযায়ী তথ্য সংগ্রহ করেছি৷ অনেক কিছু শিখেছি এই সিরিজ থেকে৷ অনেক বল করেছি৷ দল হিসাবে সাফল্য পেয়েছি আমরা৷’’

চতুর্থ ম্যাচেই সিরিজ জিতে নেওয়ায় রবিবারের ম্যাচের গুরুত্ব ছিল না৷ সেই ম্যাচে অলরাউন্ডার হিসাবে নিজেকে মেলে ধরেন শিবম৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলা তিনিই একমাত্র ক্রিকেটার যিনি এই সিরিজে খেললেন৷ শিবম বলেন, ‘‘দলের হয়ে ব্যাটে, বলে পারফর্ম করতে পারলে ভাল লাগে৷ রান করেছি, উইকেট নিতে পেরেছিল৷ টি-টোয়েন্টিতে কখনও সমস্যায় পড়লেও একটা বল ফর্মে ফিরিয়ে দিতে পারে৷ এখানে বড় মাঠ৷ খেলতে মজা লেগেছে৷ খুব ভাল পরিবেশ৷ দর্শকও খুব ভাল৷’’