সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
২০১১ সালের ১৮ই জুলাই শিলিগুড়িতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ের চুক্তি গোর্খাল্যাণ্ড টেরিটোরিয়াল অ্যাড মিনিস্ট্রেশন সংক্ষেপে জিটিএ স্বাক্ষরিত হয়৷ সেই গোর্খা চুক্তিকে সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক বলে মনে করে ‘আমরা বাঙালী’ সংঘটন৷ সংঘটনের পক্ষ থেকে এই দিন গোটা বাঙলার বিভিন্ন স্থানে জিটিএ বাতিলের দাবিতে গণবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করা হয়৷
শিলিগুড়ি পোস্ট অফিস মোড়ে এই দিন অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে আমরা বাঙালী দলের উত্তরবঙ্গের কর্মী সমর্থকরা৷ বিক্ষোভ অবস্থানের মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সচিব ও অন্যান্য সদস্যবৃন্দ৷ এদিন কলকাতা শখের বাজারে জিটিএ বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন আমরা বাঙালী ও বাঙালী ছাত্র যুব সমাজের কর্মী সমর্থকরা৷