আগামী ২৬শে জুন দার্জিলিঙে জিটিএ নির্বাচন হবে৷ গত ২৪শে জুন পাহাড়ের ১৮টি দলের সঙ্গে বৈঠক করে ভোটের দিন স্থির করা হয়৷ ২৯শে জুন ভোট গনণা হবে৷ জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অজিতরঞ্জন বর্মন প্রশাসনিক বৈঠকের পর ভোটের দিন ঘোষণা করেন৷ ২৭মে ভোটের বিজ্ঞপ্তি জারি হয়৷ রাজ্যের প্রধান বিরোধী দল জি.এন.এল.এফ ও অন্য কয়েকটি দল বৈঠকে অংশ নেয়নি৷ বিমলগুরুং বৈঠকে অংশ নিলেও ভোটের বিরোধিতা করেছে৷ বিজেপিও ভোট বন্ধে আইনি সাহায্য নিতে চায়৷
আমরা বাঙালীর এক মুখপাত্র বলেন দার্জিলিং নিয়ে সরকারকে এবার সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে৷ কখনো জি.এন.এল.এফ কখনও জি.এম.এম দল গড়ে নেপাল থেকে আগত বিদেশী গোর্র্খরা আন্দোলন করবে আর সরকার আন্দোলন বন্ধ করতে কখনও হিল কাউন্সিল কখনও জিটিএ নামক ললিপপ মুখে তুলে দেবে, এইভাবে দীর্ঘ চল্লিশ বছর ধরে রাজ্যের হাজার হাজার কোটি টাকা জলে যাচ্ছে৷ ওই মুখপত্রের দাবী অবিলম্বে দার্জিলিংকে রাজ্যের মূল স্রোতে ফিরিয়ে এনে দার্জিলিং জেলা পরিষদের নির্বাচন করতে হবে৷ বিদেশী গোর্র্খদের আর তোয়াজ করা চলবে না৷