সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
বানভাসি বাঙলা৷ পশ্চিমবাঙলার দক্ষিণের বেশকিছু অংশ প্লাবিত৷ একটু ভারী বৃষ্টি হলেই কলকাতার বেশবিকছু অংশ জলে ডুবে যায়৷ স্বাধীনতার চুয়াত্তর বছরেও কোন সমাধান হল না৷ মুণ্ডেশ্বরী, দারকেশ্বর রূপনারায়ণ, দামোদর নদের জলে প্রতিবছর বন্যার প্রকপ৷ রাজ্য সরকার ডিভিসিকে কাঠ গোড়ায় তুলছে৷ ডিভিসির পরিকল্পনাতো ত্রুটিপূর্ণ হয়েইছে৷ তাছাড়া দীর্ঘদিন নদী, বাঁধের সংস্কার না হওয়া ও আর একটি বড় কারণ অপরিকল্পিতভাবে নদী, খাল বিলের গতিপথ বন্ধ করে বাসভবন গড়ে তোলা৷ সরস্বতী নদী তো হারিয়েই গেল৷
এদিকে দেশের রাজধানী শহরে অন্য এক জল যন্ত্রণা৷ দেশের একপ্রান্তের মানুষ যখন জলে হাবুডুবু খাচ্ছে তখন দিল্লীর মানুষ পানীয় জলের জন্য হাহাকার করছে৷ অবস্থা এমন যে মানুষ বিক্ষোভ দেখাতে পথে নেবেছে৷ সেই বিক্ষোভ দমনেও আবার জল কামানের ব্যবহার করেছে পুলিশ!