জলের অপচয় রুখতে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

জলের অপচয় রুখতে এ বার কড়া পদক্ষেপ করার কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম৷ গত সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনা হয়৷ সেখানে প্রশ্ণোত্তর পর্বে বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক শঙ্কর ঘোষ জল অপচয় নিয়ে রাজ্য সরকারের অবস্থান জানতে চান৷ জবাবে ফিরহাদ বলেন, ‘‘আমাদের সরকারের লক্ষ্য রাস্তার ধারের কল (স্ট্যান্ড পোস্ট)-এর সংখ্যা কমানো৷ এখন সব বাড়ি বাড়ি জল দেওয়া হচ্ছে৷ আমরা বলেছি বাড়িগুলিতে জলের ট্যাঙ্ক করে জল ধরে রাখতে, যাতে সারা দিনই বাড়িতে জল পাওয়া যায়৷ কিন্তু কিছু কিছু জায়গায় এখনও সমস্যা আছে৷ কোথাও বাড়িওয়ালা-ভাড়াটে সমস্যা, কোথাও আবার শরিকি সমস্যা৷ তাই আমরা কিছু কিছু জায়গায় রাস্তার ধারের কল (স্ট্যান্ড পোস্ট) রাখতে বাধ্য হই৷’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্যের পুরসভা এলাকাগুলিতে মোট ৭৩ হাজার স্ট্যান্ড পোস্ট রয়েছে৷ সেখানে জলের অপচয় রুখতে ট্যাপ লাগানো থাকে৷ কিন্তু তার পরেও দেখা যায় বহু জায়গায় স্ট্যান্ড পোস্ট ভেঙে দেওয়া হচ্ছে৷ ট্যাপ লাগানো থাকলে জলের গতি একটু কম হয়৷ একটি বালতি ভরতে পাঁচ মিনিট সময় লাগতে পারে৷ আর স্ট্যান্ড পোস্টের মুখ ভেঙে দেওয়া হলে সেখানে তিন- চার মিনিটে একটি বালতি ভরে যায়৷’’

পুরমন্ত্রীর কথায়, ‘‘কলকাতা পুরসভা এলাকায় আমরা ৩-৪ বার করে স্ট্যান্ড পোস্টের ট্যাপ লাগিয়ে দিয়েছি৷ কিন্তু তা সত্ত্বেও যদি ভেঙে দেওয়া হয়, তবে আমরা স্ট্যান্ড পোস্ট তুলে নেব৷’’ তাঁর আরও সংযোজন, ‘‘জলের অপচয় বন্ধ করতে হবে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জলই জীবন৷ তাই জীবনের কর হয় না৷ তাই যেখানে বাণিজ্যিক ভাবে জলের ব্যবহার হয় না বা তুলনামূলক কম জলের ব্যবহার হয় সেখানে আমরা কর নিই না৷ সেখানে যদি জলের অপচয় হয়, তবে কিছু ক্ষেত্রে আমাদের কড়া পদক্ষেপ করতে হবে৷’’

ফিরহাদ আরও বলেন, ‘‘৭৩ হাজার স্ট্যাম্প পোস্টের মুখে ট্যাপ বসানো হয়ে গিয়েছে৷ ২৮২৩টি স্ট্যান্ড পোস্টের মুখে এখনও ট্যাপ লাগানো হয়নি৷ এর মধ্যে বহু ক্ষেত্রে ট্যাপ ভেঙে দেওয়া হয়েছে৷’’ তথ্য দিয়ে পরে পুরমন্ত্রী জানান, জলের অপচয় রুখতে সাড়ে ৬৪ লক্ষ বাড়িতে জল পৌঁছে দিয়েছে সরকার৷ মার্চ মাসের মধ্যে আরও ১১ লক্ষ ৮২ হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়া হবে বলেও জানান তিনি৷