জলকষ্টে শ্যালোই ভরসা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর ঃ মেদিনীপুর জেলার  খড়্গপুর এক নম্বর ব্লকের হাতিয়াতাড়া অঞ্চলের কড়িয়াশোল গ্রামে সম্প্রতি জলকষ্টের দরুন গ্রামের মানুষ চাষের মাঠে গিয়ে শ্যালো পাম্প থেকে প্রয়োজনীয় জল সংগ্রহ করে আনছে৷ জলের অভাব মেটানোর জন্যে গ্রামের মাঝ বরাবর একটা সাবমার্সিবল পাম্প বসানো হয়েছিল৷ কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজ প্রায় দু’বছর হ’ল পাম্পটি খারাপ হয়েই পড়ে আছে৷ সেটি মেরামত করার কোনও চেষ্টাই নেই৷ পানীয় জলের জন্য একটি কুয়োই ভরসা৷ সেটাও গ্রীষ্মকালে শুকিয়ে যায়৷

মৌলিশোল পঞ্চায়েত সদস্য শংকর চালককে জিজ্ঞাসা করা হলে দু’বছর ধরে সাব-মার্সিবল পাম্পটি কেন বারবার আবেদন করা সত্ত্বেও সারানো হয়নি, খারাপ হয়ে পড়ে আছে, এই প্রশ্ণের কোনও উত্তর গ্রামবাসীকে তিনি দিতে পারেননি৷