জলপাইগুড়িতে বরেন্দ্রভূমি কর্ষক সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে জানুয়ারি,২০২৪ জল পাইগুড়ি শহরে ’আমরা বাঙালী’ দলের পরিচালনায় ’বরেন্দ্র ভূমি কর্ষক সমাবেশ’ সংঘটিত হয়৷জলপাইগুড়ি রাজবাড়ী গেট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কদমতলা মোড়ে পৌঁছায় ও সেখানে দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পথসভা অনুষ্ঠিত হয়৷ এই সমাবেশে উত্তর বঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মী, প্রতিনিধি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগদান করেন৷ ইতোমধ্যে পাঁচজন প্রতিনিধি জেলা শাসকের কার‌্যালয়ে কর্ষকগণের বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন৷ সমাবেশের সভায় বক্তাগণ কর্ষক সমাজের ক্ষোভ বিক্ষোভ ও সমস্যাগুলি সম্পর্কে বক্তব্য রাখেন৷কৃষিকে শিল্পের মর্যাদা দান, উন্নত প্রথায় কৃষিকাজ, ব্লকে ব্লকে কৃষি ভিত্তিক শিল্প ও কৃষি সহায়ক শিল্প ঘটন করে কর্মসংস্থানের সুযোগ তথা গ্রামীণ অঞ্চলের সার্বিক উন্নয়নে সরকারের সদর্থক পদক্ষেপ নেওয়ার দাবী জানান৷সভায় বক্তব্য রাখেন সর্বশ্রী জ্যোতিবিকাশ সিনহা, জয়ন্ত দাস, নরেশ চন্দ্র রায়,সুবোধ বর্মণ, নীরদ অধিকারী, মোহনলাল অধিকারী, তপোময় বিশ্বাস,খুশীরঞ্জন মন্ডল প্রমুখ৷