জম্মু-কাশ্মীরে কি পরিস্থিতি বদল হচ্ছে?

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

জম্মু কশ্মীরে পিডিপি-তে ভাঙ্গন দেখা দিয়েছে৷ পিডিপি’র ২৮ জন বিধায়কের মধ্যে ১৮ জন বিজেপির সমর্থনে পুনরায় সরকার গড়তে রাজী আছে৷

গত ১৯শে জুন বিজেপি-পিডিপি জোট সরকার ভেঙ্গে যায়৷ পিডিপি নেত্রী মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করায় সরকার ভেঙ্গে যায়৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে পিডিপি ২৮ জন বিধায়কের মধ্যে ১৮ জন এখন বিজেপি’র সঙ্গে সরকার গড়তে প্রস্তুত৷

অর্থাৎ সরকার গড়ার জন্যে যেখানে দরকার অন্ততঃ ৪৪ জন বিধায়ক, সেখানে বিজেপি বিধায়ক ২৫ জন, বিদ্রোহী পিডিপি বিধায়ক ১৮ জন মিলে হয় ৪৩ জন৷ শোণা যাচ্ছে পিপলস্ কনফারেন্স-এর দুই বিধায়ক  এঁদের সঙ্গে হাত মেলাতে পারেন৷

তবে আপাততঃ বিজেপি বলছে৷ এখনই সরকার তৈরীতে তাদের তেমন আগ্রহ নেই৷