জম্মু-কশ্মীরে জঙ্গী হামলায় নিহত ৪০ জওয়ান

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ১৪ই ফেব্রুয়ারী জম্মু-কশ্মীরের পুলওয়ামা সি.আর.পি.এফ. কনভয়ে বিস্ফোরক ভর্তি একটি গাড়ী নিয়ে জঙ্গীরা ঢুকে পড়ে’ ভয়াবহ বিস্ফোরণ ঘটায়৷ ফলে,এই সংবাদ লেখা পর্যন্ত, অন্ততঃ ৪০ জন জওয়ান নিহত হয়েছেন৷ আহত প্রায় ৩০ জন৷ তার মধ্যে অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷

বিস্ফোরণের পরেই জৈশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে৷

ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ঘটনার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরী বৈঠকে বসেছেন৷

পশ্চিমবঙ্গের মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ সমস্ত বিরোধী নেতারা এই জঙ্গী হামলার তীব্র প্রতিবাদ করেছেন৷

এই কনভয়ে ৭০টি গাড়ীতে প্রায় আড়াই হাজার জওয়ান ছিলেন৷ ঠিক যে গাড়ীটিতে হামলা হয়েছিল তাতে ৩৯ জন জওয়ান ছিলেন৷