জ্ঞান ও বিজ্ঞানঃ ইউ.এফ.ও নিয়ে গবেষণায় আমেরিকান সেনেটরেরা উঠে পড়ে লেগেছেন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

  উড়ুক্কু বস্তু  বা ইউ.এফ.ও নিয়ে এবার আমেরিকান সেনেটরেরা উঠে পড়ে লেগেছেন গবেষণার জন্য৷ আমেরিকা সরকার ইউ এফ ও নিয়ে তাদের যাবতীয় নথি প্রকাশ্যে আনে, তার জন্য আইনি প্রক্রিয়া শুরু করার কথা ভাবছেন তাঁরা৷

এই ইউএফও  অনুসন্ধিৎসু বাহিনীর নেতৃত্বে দিচ্ছেন সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার৷ তাঁর সঙ্গে রয়েছেন রিপাবলিকান সেনেটর মাইক রাউন্ডস৷ আমেরিকার সরকারি নথিতে ইউএফও-কে বলা হয় ইউএপি৷ শুমাররা এখন কেনেডি-হত্যা নথি প্রকাশ নিয়ে ১৯৯২ সালের আইনের সংশোধনী কংগ্রেসে পাশ করাতে চাইছেন৷ ওই সংশোধনীতে প্রস্তাব দেওয়া হচ্ছে, আমেরিকার জাতীয় মহাফেজখানা সরকারের কাছ থেকে ইউএপি সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করুক৷ জাতীয় নিরাপত্তার কারণে প্রেসিডেন্টের বিশেষ লাল সঙ্কেত না থাকলে ইউএপির নথি সংগৃহীত হওয়ার ২৫ বছরের মধ্যে প্রকাশ্যে আসার ব্যবস্থা করা হোক৷

২০২১ সালে সরকার ২০০৪ সালে নথি প্রকাশ করে, যেখানে আমেরিকান নৌবাহিনী কবে কোথায় ইউএফও দেখেছে, তার তালিকা ছিল৷ নাসা-র তরফেও এ ব্যাপারে একটি প্যানেল ঘটন করেছে৷