মধ্যবিংশ শতকেই পৃথিবী পা রেখেছে মনুষ্যযুগে৷ এই গ্রহ জুড়ে শুধুই ‘রাজত্ব’ করছে মানুষ৷ এমনই দাবী একদল বিজ্ঞানীর৷ পৃথিবীতে এসে গেছে মনুষ্যযুগ৷ তাঁদের ব্যাখ্যায় জানিয়েছেন--- পৃথিবীর (প্রায়) এমন কোনও জায়গা নেই, যেখানে মানুষের পা পড়েনি৷ বায়ুমণ্ডলে শ্বাসরুদ্ধ করা গ্রিনহাউস গ্যাস,মাইক্রোপ্লাস্টিকের বাড় বাড়ন্ত, ক্ষতিকর রাসায়নিক, পুরোনো মোবাইল থেকে মাংসের হাড়--- সবেতেই মানুষের ‘কর্তৃত্ব’ ও তার জেরে হওয়া ক্ষয়ক্ষতির প্রমাণ স্পষ্ট৷ যা প্রমাণ করে দেয়, অ্যান্থ্রোপসিন শুরু হয়ে গিয়েছে৷
গত ২০০৯ সালে একদল বলেছিলেন অ্যান্থ্রোপসিন সংক্রান্ত গবেষণা চলছে৷ খাতাকলমে বর্তমানে হলোসিন অধ্যায় চলছে৷ এই যুগ শুরু হয়েছিল ১১,৭০০ বছর আগে৷ শেষ গ্লেসিয়াল পিরিয়ড-এর পরে৷ কিন্তু বিজ্ঞানীদের দাবি, মানুষের কার্যকলাপের প্রভাবে হলোসিন শেষ হয়ে মধ্য বিংশ শতকেই এই মনুষ্যযুগ শুরু হয়ে গিয়েছে৷ এ নিয়ে অনেক বিতর্কও রয়েছে৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, জাপানের বেপু বে-তে সমুদ্রের নীচে মাটির স্তর পরীক্ষা করে মানুষের কার্যকলাপ ও তার জেরে বদলে যাওয়া পৃথিবীর প্রমাণ স্পষ্ট৷ এটি এমন একটি জায়গা, যা নতুন ভূতাত্ত্বিক অধ্যায় শুরুর প্রমাণও রয়েছে৷