সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৯শে জুন চিতমু পঞ্চায়েত প্রধান শ্রী বৈদ্যনাথ মাহাতর সভাপতিত্বে মার্মু আনন্দমার্গ স্কুলে এক সভা অনুষ্ঠিত হয় স্থানীয় অঞ্চলের সার্বিক উন্নতির জন্যে৷ সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়, খিরকি বাঁধ সংস্কার করবে আনন্দমার্গ ও আনন্দমার্গ আশ্রম কর্তৃপক্ষের কাছে লক্গেটের চাবি থাকবে৷ এই বাঁধ নির্মাণের ফলে সর্বক্ষণ জল থাকবে৷ কৃষি কাজ, মৎস চাষ, মানুষ ও গৃহপালিত পশুর প্রয়োজনে এই জল সর্বসাধারণ ব্যবহার করবে৷ সারা বছর বাঁধে জল থাকায় মাটির নীচে জলস্তর বৃদ্ধি পাবে ও পরিবেশ সুরক্ষিত থাকবে৷
সভায় বিভিন্ন গ্রামের সঙ্গে যোগাযোগ স্থাপনও স্কুল কলেজ দোকান বাজার যাতায়াতের সুবিধার জন্যে রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়৷