আনন্দনগর ঃ গত ১১ই জুলাই,২৩ চিৎমু নিবাসী চক্রধর ও বেবী কালিন্দীর দ্বিতীয় পুত্র অনির্বাণ ও অনুময়া কালিন্দীর প্রথম পুত্র সন্তান পরিমলের ৫মতম জন্মদিন আনন্দমার্গ চর্যাচর্য বিধি অনুযায়ী পালিত হয়৷ এই উপলক্ষ্যে সন্ধ্যায় কীর্ত্তন-ভজন, মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায় শেষে জন্মদিন তথা জন্মবার্ষিকী পালন করার তাৎপর্যতা ও গুরুত্ব ব্যাখ্যা করা হয়৷ এই উপলক্ষ্যে মিলিত আহারের আয়োজন হয়৷
বীরভূম ঃ স্বর্গীয় অধ্যাপক দেবায়ণ দেববর্মণের ৪২তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর সহধর্মিনী মৌ দেববর্মণ আনন্দমার্গ শিশুসদনের ছেলে-মেয়েদের মধ্যাহ্ণ ভোজনের আয়োজন করেন৷ স্বর্গীয় দেবায়ণ বাবু বীরভূম জেলার মল্লারপুর কলেজের জনপ্রিয় ইংরেজি অধ্যাপক ছিলেন৷ তিনি অত্যন্ত মেধাবী ও বিভিন্ন বিষয়ে গবেষণা করেন৷ কিছু গবেষণালব্ধ পুস্তক তাঁর জীবিতকালেই প্রকাশিত হয় আর কিছু প্রকাশিত করেন তাঁর ধর্মপত্নী৷ তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি৷