১৩ই জানুয়ারী’২৫ স্পিরিচ্যুয়ালিষ্টস স্পোর্টস এণ্ড এডভেঞ্চারস ক্লাব, আনন্দনগরের উদ্যোগে ও ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সংস্থা ‘অপারেশন স্মাইল’র সহযোগিতায় তৃতীয় ক্যাম্প বিশেষভাবে পুরুলিয়া জেলার সাঁতুড়ি ও নেতুড়ি থানার অন্তর্গত যত জন্মগত ঠোঁট কাটা ও তালু (টাগরা) কাটা, মাড়ি কাটা ও নাকের রাইনোপ্লাষ্টি শিশু ও যেকোন বয়সের ব্যষ্টিদের সম্পূর্ণভাবে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাঁতুড়ি থানার কোটালডি রাঙাডাঙা হাইস্কুলে বিনামূল্যে অপারেশন শিবিরের আয়োজন করা হয়৷ পূর্বে যাদের এধরনের অপারেশন হয়েছে তাদের চেকআপের জন্যেও ব্যবস্থা করা হয়৷ শিবিরে বিভিন্ন ধরনের বিশেষভাবে সক্ষমদের মধ্যে ১৮ জন উপস্থিত ছিল৷ ১০ জনকে অপারেশনের জন্যে নির্বাচিত করা হয়৷ ৩ জনকে ছয়মাসের কম বয়স, বয়স অনুযায়ী শিশুর ওজনে কম ও স্বাস্থ্যগত কারণে অপারেশনের জন্যে নির্বাচিত করা হয়নি৷ সেইসব শিশুদের বিনামূল্যে পুষ্টিকর শিশুখাদ্য বিতরণ করা হবে যতদিন না অপারেশনের জন্যে উপযুক্ত হচ্ছে৷ শিবিরে অপারেশনের জন্যে নির্বাচিত হওয়ার পর তাদের যাওয়া-আসা, থাকা-খাওয়া সহ অপারেশন পর্যন্ত যাবতীয় খরচ সংস্থার থেকে প্রদান করা হবে ও হয়ে থাকে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়