জনপ্রিয় টুসু ও টুসু চৌড়ল মেলা অনুষ্ঠিত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রগতিশীল মেন্স স্পিরিচ্যুয়ালিষ্টস অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে ১৫ জানুয়ারি ২০২৫, আনন্দনগরের পিপি হোষ্টেল ময়দানে ২৩তম পশ্চিম রাঢ়ের জনপ্রিয় লোকসংগীত টুসু প্রতিযোগিতা ও ‘টুসু ও টুসু চৌড়ল মেলা’ আয়োজিত হয়৷ এই মেলা প্রতি বছর ১লা মাঘ রাঢ়ের সংস্কৃতিকে রক্ষা ও উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে আয়োজন করা হয়৷ মেলায় সমাজ সংস্কারমূলক চি ন্তাধারায় রচিত টুসু সঙ্গীত প্রতিযোগিতার পাশাপাশি রাঢ়ের মহিলাদের দ্বারা নির্মিত টুসু চৌড়লের সৃষ্টিশীল ভাস্কর্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতায় সেরা তিনজন সৃষ্টিশীল শিল্পীকে যথাক্রমে প্রথম পুরস্কার ৩০০০টাকা, দ্বিতীয় পুরস্কার ২০০০ টাকা ও তৃতীয় পুরস্কার ১০০০টাকা দিয়ে সম্মানিত করা হয়৷ এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে তিনটি গ্রুপে ভাগ করে সাত্ত্বনা পুরস্কার প্রদান করা হয়৷

কিশোর-কিশোরী ও যুবাদের আনন্দ উৎসাহ বৃদ্ধির জন্য মেলায় বিভিন্ন খেলাধুলার মধ্যে যেমন দৌড়, মোরগ লড়াই, হাঁড়ি ভাঙ্গা, মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়৷ এই মেলা রাঢ়ের সংস্কৃতি, ঐতিহ্য ও সৃষ্টিশীলতার ধারাকে বজায় রাখার এক নতুন মাত্রা প্রদান করছে৷ গ্রামবাসীদের কাছে এই মেলা উৎসবে পরিণত হয়েছে৷