জনস্বার্থ বিরোধী কৃষি আইন বাতিল ও বিকেন্দ্রিত অর্থনৈতিক ব্যবস্থায় ব্লকভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা রূপায়ন করে গ্রামীন অর্থনীতির সার্বিক উন্নয়ণের দাবীতে ‘আমরা বাঙালী’ জেলায় জেলায় আন্দোলন শুরু করেছে৷
৬ই ডিসেম্বর হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল পানিয়াড়া, ধামসিয়া, বিকিহাকোলা বাজার, রাণীহাটী প্রভৃতি স্থানে কৃষি আইন বাতিলের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে৷ বিক্ষোভসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব বকুল রায়, ইমতিয়াজ আলি, অমর চ্যাটার্জী, প্রদীপ খাঁড়া প্রমুখ৷
৭ই ডিসেম্বর দক্ষিণ কলিকাতার রাসবিহারী মোড়ে ও উত্তর কলকাতার শ্যামবাজারে ‘আমরা বাঙালী’ পথসভা করে জনস্বার্থ বিরোধী কৃষিআইন বাতিলের দাবীতে৷ সভায় বক্তব্য রাখেন-জয়ন্ত দাশ,তপোময় বিশ্বাস, অরূপ মজুমদার, গোপাল রায়চৌধুরী, সুশীল জানা, সুনীল চক্রবর্তী, বাপী পাল প্রমুখ৷
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্থানেও ‘আমরা বাঙালী’ কর্মী সমর্থকরা কৃসি আইন বাতিলের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে ও সভা করে৷ সভায় বক্তব্য রাখেন নিতাই মণ্ডল, বদন ঘোষ, প্রমুখ নেতৃবৃন্দ৷ উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি, কোচবিহারে, আমরা বাঙালী কর্মী সমর্থকরা বনধের সমর্থনে ও কৃষিআইন বাতিলের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন৷ কেন্দ্রীয় কমিটির সদস্য খুশীরঞ্জন মণ্ডল নরেশ রায় প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷