জুন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে চলেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

বাংলায় প্রথমবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন করতে চলেছে সিএবি৷ মঙ্গলবার প্রতিযোগিতার দিনও ঘোষণা করে দিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়৷ ১২ জুন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে চলেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের৷

মোট আটটি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে হবে এই প্রতিযোগিতা৷ স্নেহাশিস বলছিলেন, ‘‘বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই পাকা কথা হয়ে গিয়েছে৷ এ বার এক দু’টি ফ্র্যাঞ্চাইজি আছে যাদের সঙ্গে পাকা কথা শেষ হয়নি৷ আশা করছি, আগামী ১৫ দিনের মধ্যেই সরকারি ভাবে ঘোষণা করে দেওয়া হবে আটটি দলের নাম৷’’

প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি তিন কোটি টাকা দিয়ে দল কিনবে৷ ক্রিকেটারদের পারিশ্রমিকও দেবে দলগুলোই৷ ড্রাফিংয়ের সাহায্য ক্রিকেটার নেবে আটটি দল৷ স্নেহাশিস বলছিলেন, ‘‘আইপিএলের পরে দেশে এত বড় প্রতিযোগিতা হয়নি৷’’ এ দিন আবার প্রতিযোগিতার লোগোও সরকারি ভাবে উদ্বোধন করা হল৷