পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের কামুখাপ গ্রামে আনন্দমার্গ প্রচারক সংঘ ইয়ূনিটের উদ্যোগে শারদোৎসব পালিত হয়৷ আনন্দমার্গের চর্যাচর্য অনুযায়ী ষষ্ঠীর দিন শিশুদিবস, সপ্তমীতে সাধারণ দিবস, অষ্টমীতে ললিতকলা দিবস, নবমী ও দশমীতে যথাক্রমে সঙ্গীত দিবস ও বিজয়োৎসব পালিত হয়৷
সপ্তমীর দিন একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনার বিষয় ছিল সার্বিক অবক্ষয় থেকে উত্তরণের পথ৷ আলোচনা সভার প্রধান অতিথি আচার্য প্রসুনানন্দ অবধূত শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রতিকৃতিতে মাল্যার্পণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক শ্রী দশরথ মাহাত, শিক্ষক শ্রী অতুল মাহাত প্রমুখ৷ প্রভাত সঙ্গীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক শ্রী হারু মাহাত৷ এরপর অন্যান্য বক্তাদের বক্তব্যের পর সভার প্রধান অতিথি বক্তব্য রাখেন৷ তিনি ব্যাখ্যা করে দেখান একমাত্র আনন্দমার্গ দর্শনই বর্তমান অবক্ষয়ের হাত থেকে পরিত্রাণের পথ দেখাবে৷
অষ্টমীর দিন ললিতকলা দিবসে প্রভাত সঙ্গীত পরিবেশন, অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিনটি অতিবাহিত হয়৷ এছাড়া ছিল ১২ ঘণ্টা অখণ্ড কীর্ত্তন৷ নারায়ণ সেবা ও দুঃস্থদের বস্ত্র বিতরণেরও আয়োজন ছিল৷