ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে প্রার্থী দিচ্ছে আমরা বাঙালী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ঝাড়খণ্ড বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে আমরা বাঙালী সংঘটন৷ নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ১৩ই ও ২০শে নভেম্বর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় কমিটির সংঘটন সচিব শ্রী তপোময় বিশ্বাস জানান ঝাড়খণ্ডের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ‘আমরা বাঙালী’ প্রতিদ্বন্দ্বিতা করবে৷ শ্রী বিশ্বাস বলেন ঝাড়খণ্ড রাজ্য বিহার রাজ্যের অধীনে থাকার সময় থেকেই ঝাড়খণ্ডের ভূমিপুত্র বাঙালীরা বঞ্চিত৷ ঝাড়খণ্ড রাজ্য ঘটিত হওয়ার পর বাঙালীরা আশা করেছিল---এবার হয়তো বঞ্চনার অবসান হবে৷ কিন্তু ঝাড়খণ্ড রাজ্য ঘটিত হওয়ার পর ২৪টা বছর অতিক্রান্ত হল বাঙালীরা আজও একইভাবে বঞ্চিত৷ এর কারণ ঝাড়খণ্ড রাজ্যও ঘটিত হলেও ঝাড়খণ্ডের সরকারী,বেসরকারী কলকারখানা, অফিস, আদালত, সবই বহিরাগত হিন্দীভাষীদের দখলে৷ পৃথকরাজ্যের সুবিধা নিয়ে ভূমিপুত্ররা মন্ত্রীত্বের আসনে বসলেও প্রশাসন আজও পাটনার অধীনেই চলছে বলে মনে হয়৷ তাই আজও বাঙালীরা ঝাড়খণ্ডের বিদ্যালয়ে বাংলা ভাষা শিক্ষার সুযোগ পায় না৷ আমরা বাঙালী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মূল উদ্দেশ্য ঝাড়খণ্ডে বাঙালীর ন্যায্য অধিকার সম্পর্কে ঝাড়খণ্ডের ভূমিপুত্র বাঙালী জনগোষ্ঠীকে সচেতন করে তোলা৷