ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সংলগ্ণ পশ্চিম রাঢ়ে ‘আমরা বাঙালী’র জোর প্রচার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ঝাড়খণ্ড ঃ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সংলগ্ণ পশ্চিম রাঢ়ের চার কেন্দ্রে ‘আমরা বাঙালী’ প্রার্থীর সমর্থনে দলীয় কর্মীরা ব্যাপক প্রচার শুরু করেছে৷ পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আমরা বাঙালী প্রার্থী শ্রী লক্ষ্মীকান্ত মাহাত বলেন--- বনজ সম্পদ, খনিজ সম্পদ, জলজ সম্পদ, কৃষি সম্পদে ভরপুর রাঢ় বাঙলা৷ রাঢ়ের মানুষেরই খাবার জোটে না৷ ব্রিটিশ চলে গেলেও ঔপনিবেশিক শোষণ আজও বন্ধ হয়নি৷ রাঢ়ের মানুষ আজও শোষিত, বঞ্চিত, অবহেলিত৷ দেশে স্বাধীন হলেও শোষণ বন্ধ হয়নি৷ শুধু শোষণের চেহারা পাল্টেছে৷ শ্রীমাহাত বলেন রাঢ়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ‘আমরা বাঙালী’র পাশে দাঁড়ালে আমরা প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেব শিক্ষার আলো, ক্ষুধার অন্ন, পরণের বস্ত্র, সুচিকিৎসা ও বাসস্থান৷

জামশেদপুর কেন্দ্রের ‘আমরা বাঙালী’ প্রার্থী অঙ্গদ মাহাত বলেন---সভ্যতারআদিবিন্দু রাঢ় এত সম্পদশালী হওয়া সত্ত্বেও রাঢ়ের মানুষ দু’বেলা পেট ভরে খেতে পায় না৷

তিনি বলেন, আমরা বিহার থেকে মুক্ত হলেও শোষণ ও বঞ্চনা থেকে নিষৃকতি পাই নি৷  তিনি দাবী করেন ঝাড়খণ্ডে বাঙালী সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী৷ তাই বাঙলাকেই ঝাড়খণ্ডের প্রধান সরকারী ভাষা করতে হবে৷ তিনি আরও বলেন সার্বিক উন্নয়নের সবরকম রসদই রাঢ়ের মাটিতে আছে৷ শুধু সম্পদের বহিঃস্রোত বন্ধ করতে হবে ও উপযুক্ত অর্থনৈতিক পরিকল্পনা নিতে হবে৷ তিনি জানান---‘আমরা বাঙালী’ মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের ‘প্রগতিশীল উপযোগ তত্ত্ব’ (প্রাউট)-এ বিশ্বাসী৷ প্রাউটের বাস্তবায়নের মাধ্যমেই সার্বিক উন্নয়ন  সম্ভব৷ ‘আমরা বাঙালী’ জয়ী হলে পশ্চিম রাঢ়ের সার্বিক উন্নয়নের দাবীতে সংসদে সরব হব৷

পশ্চিম রাঢ়ের পশ্চিম মেদিনীপুর কেন্দ্রের ‘আমরা বাঙালী’ প্রার্থী শ্রী রবীন্দ্রনাথ বেরা, পুরুলিয়ার শ্রী লক্ষ্মীকান্ত মাহাত, জামশেদপুরে অঙ্গদ মাহাত ও ধানবাদে মনতোষ মণ্ডল৷