ঝাড়খণ্ডে অবিজেপি সরকার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

‘একে একে নিভিছে দেউটি’৷ ২০১৮ সালে দেশের ৭০ শতাংশ রাজ্যে ছিল বিজেপির শাসন৷ ২০১৯-এর শেষে অর্ধেক কমে দাঁড়াল ৩৫ শতাংশে৷ বিজেপির জমি হারানোর তালিকায় বর্ষশেষের শেষ সংযোজন ঝাড়খণ্ড৷ সদ্য সমাপ্ত নির্বাচনে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তিমোর্চা জোট বিজেপির কাছ থেকে রাজ্যটি  ছিনিয়ে নেয়৷ ৮১ বিধানসভা বিশিষ্ট ঝাড়খণ্ড রাজ্যে কংগ্রেস জোট ৪৭টি আসন লাভ করে৷ বিজেপি পায় মাত্র ২৫টি আসন৷ রবিবার ২৯শে ডিসেম্বর রাঁচীতে ঝাড়খণ্ড মুক্তিমোর্চার নেতা হেমন্ত সোরেন শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী রূপে৷ এই শপথ অনুষ্ঠানে দেশের সমস্ত বিজেপি বিরোধী নেতারা উপস্থিত ছিলেন৷