ঝাড়খণ্ডে গার্লস প্রাউটিষ্টের সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই মার্চ ঝাড়খণ্ডের  জামশেদপুরে সাকচি গোলচক্করে গার্লস প্রাউটিষ্টের  পূর্ব সিংভূম জেলা শাখা একটি সভার আয়োজন করেছিল৷ পূর্ব সিংভূম, সরাইকেল্লা খরসোয়া প্রভৃতি অঞ্চল থেকে দু’শতাধিক গার্লস প্রাউটিষ্ট কর্মী ও সমর্থক সমবেত হয়েছিল গোলচক্করে৷  সভা শুরুর আগে গার্লস প্রাউটিষ্টের নেতৃবৃন্দ বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলিপি পূর্বসিংভূমজেলাশাস হাতে প্রদান করেন৷ এরপর গোলচক্করে সভা শুরু হয়৷ উক্ত সভায় বক্তব্য রাখেন গার্লস প্রাউটিষ্টের পূর্ব সিংভূম জেলা সম্পাদক রেখা মাহাত  ও অন্যান্য নেতৃবৃন্দ৷ সভায় উপস্থিত ছিলেন---দেবযানী বিশ্বাস, জ্যোতির্ময়ী কুমারী, প্রান্তিকা রায়, বেলা মাহাত, অপর্ণা মাহাত দুর্বা মাহাত, শিলা সরকার, অনুপমা মাহাত প্রমুখ৷ গার্লস প্রাউটিষ্টের জেলাসচিব রেখা মাহাত জানান--- আমাদের লক্ষ্য হল প্রতিটি নারীর যথাযথ শিক্ষা নিশ্চিত করা নারী সামাজিক অর্থনৈতিক স্বীকৃতি ও সমাজের সর্বক্ষেত্রে  পুরুষের পাশাপাশি নারীরও সমান অধিকার৷

কলকাতা ঃ এই দিন কলকাতায় গার্লস প্রাউটিষ্টের একটি ট্যাবলো সহযোগে বেশ কিছু কর্মী সমর্থক গড়িয়া হাটে উপস্থিত হলে পুলিশ তাদের আটকায়৷ গার্লস প্রাউটিষ্টের মহিলা কর্মীরা  জানায় তাঁদের রাজভবনে যাওয়ার অনুমতি আছে, তারা রাজ্যপালকে একটি স্মারকলিপি দেবে৷ কিন্তু পুলিশ তাদের রাজভবনে যাওয়ার অনুমতি দেয়নি৷ গার্লস প্রাউটিষ্টের এক নেত্রী জানান---পুলিশ তাদের বলে এখন রাজভবনে যাওয়ার অনুমতি নেই, আমরা স্মারকলিপি রাজভবনে পৌঁছে দেবো৷ গার্লস প্রাউটিষ্টের কর্মীরা গড়িয়াহাট থানায় কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে ফিরে যায়৷