সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
১০ইমে রাত আনুমানিক ১০টায় বীরভূম জেলা সংলগ্ণ ঝাড়খন্ডের শিকারীপাড়ায় একাধিক পাথরখাদানে পর পর বিস্ফোরণে ম্যানেজারসহ ১৩জনের মৃত্যু হয়েছে৷ আহত একাধিক৷ ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ম্যানেজারসহ ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ প্রাথমিক তদন্তে জানা গেছে, যে মাটি কাটার যন্ত্রে সর্টসার্কিট থেকেই এই বিস্ফোরণ৷
পাথর খাদানে ডিটোনেটর ও জিলেটিন ষ্টিক দিয়ে নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরন ঘটানো হয়৷ সে কারনে পাথর খাদানে প্রচুর পরিমানে বিস্ফোরক মজুত ছিল৷ সটশার্কিটের ফলে ওই বিস্ফোরকে আগুন লেগে যায়৷ পর পর বিস্ফোরন হতে থাকে৷ এর রেশ গিয়ে পরে পাশের খাদানগুলিতে৷ বহু শ্রমিকও আহত হয়৷