ঝিকিরায় সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই এপ্রিল হাওড়া জেলার জয়পুর ব্লকের ঝিকিরা গ্রামে আনন্দমার্গ প্রচারক সংঘের হাওড়া ভুক্তি কমিটির পক্ষ থেকে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছিল বিশিষ্ট আনন্দমার্গী অমিয় মাইতির বাসগৃহে৷ উক্ত আলোচনা সভায় জেলার বিভিন্ন অঞ্চলের মার্গী ভাই-বোনেরা উপস্থিত ছিলেন৷ ব্যবস্থাপনায় ছিলেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা, অমিয় মাইতি ও স্থানীয় মার্গী ভাই-বোনরা৷

আলোচনাসভায় মুখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ তিনি মার্গের আধ্যাত্মিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন৷  তাঁর আলোচনার বিষয়বস্তু ছিল---আধ্যাত্মিক অনুশীলনই সূচ্যগ্রস্তরে পৌঁছোনোর পথ, স্বগত অভিভাবন ও পরগত অভিভাবন৷ এছাড়া শিক্ষা বিষয়ে  মনোজ্ঞ আলোচনা করেন আমতা আনন্দমার্গ সুকলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রীলক্ষ্মীকান্ত হাজরা৷ সাংঘটনিক বিষয় ও সংঘ কর্মীদের দায়িত্ব কর্তব্য বিষয়ে বক্তব্য রাখেন হুগলীর ডায়োসিস সচিব আচার্য সুবিকাশানন্দ অবধূত৷

উপস্থিত সকলেই আলোচনা শেষে বর্তমান সামাজিক অবক্ষয় ও অর্থনৈতিক দুরাবস্থায় আনন্দমার্গ আদর্শ বাস্তবায়নের প্রয়োজনীয়তা অনুভব করেন৷ আনন্দমার্গ দর্শনই আনতে পারে সমাজে প্রকৃত পরিবর্তন৷