কাজে সাফল্যে অর্জনের উপায়

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মানুষের জীবনযাত্রা যেন এক অদ্ভুত নাট্যমঞ্চ৷ কেউ ব্যর্থতার গ্লানি বয়ে বেড়ায়, আবার কেউ সাফল্যের মুকুট পরিধান করে৷ কিন্তু কেন এই পার্থক্য? একটিই তো মানবজীবন, একটিই তো সময়ের স্রোত! আসলে, এই পার্থক্যের মূল কারণ লুকিয়ে আছে চিন্তাধারার ভিন্নতায়, অভ্যাসের প্রভেদে ও মনোভাবের বিশ্লেষণে৷

১) কাজের একটা লক্ষ্য থাকতে হবে অর্থাৎ ডেষ্টিনেশন/ডেসিডেরাটাম থাকবে৷ আমার লক্ষ্যে পৌঁছাতে হবে, এই কথাটা মনে রেখে চলতে হবে৷ ২) আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো এই বিশ্বাসে দৃঢ় হতে হবে৷ তাতেই অর্ধেক কাজ হয়ে যাবে অর্থাৎ ৫০শতাংশ কাজ হয়ে যাবে৷ ৩) বাকি ৫০শতাংশের জন্যে কাজ শুরু করে দিলে অর্থাৎ এককদম পা বাড়ালে পরমাত্মা কুড়ি কদম এগিয়ে দেবেন৷ ৪) বাকি ত্রিশ শতাংশের জন্য চেষ্টা করলেই পরমপুরুষের কৃপায় সবকিছু মসৃনভাবে হয়ে যাবে৷ চেষ্টয়া কিমন লভ্যতে --- চেষ্টা করলে কি না হয়৷ ৫) পরমপুরুষ হচ্ছেন ধবনাত্মক সত্ত্বা৷ মন যখন শুভ কাজে ব্যাপৃত থাকে মানসিক তরঙ্গও তখন ধবনাত্মক হয়ে যায়৷ তখন অজান্তেই সবকিছু এক এক করে হতে থাকে ও সফলতা আসতে থাকে৷

সফলতা ও ব্যর্থতা ভাগ্যের দ্বারা নির্ধারিত হয় না, বরং মানুষের মানসিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের উপর নির্ভর করে৷ যারা সাফল্যের গুণাবলি লালন করে, তারা অবশেষে সকল বাধাকে অতিক্রম করে ওঠে, আর যারা ব্যর্থতার বৈশিষ্ট্যকে ঁকড়ে ধরে, তারা সংগ্রামে লিপ্তই থেকে যায়৷