কামুখাপে শারদোৎসব উদযাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১০-১১ অক্টোবর’২৪ আনন্দনগর ডায়োসিসের ব্লক কার্যালয় জয়পুরের সন্নিকটে কামুখাপে স্থানীয় চিকিৎসক শ্রী বিজয় মাহাতোর পরিচালনায় ৭ম তম মহাষ্টমী শারদোৎসব উপলক্ষ্যে ২৪ঘণ্টা অখণ্ড নাম সংকীর্ত্তন ‘বাবা নাম কেবলম’, মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায়, তত্ত্বসভা, নিঃশুল্ক চিকিৎসা শিবির, দুঃস্থদের কম্বল বিতরণ, নারায়ণ সেবা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়৷ আধ্যাত্মিক ও সেবামূলক কাজে দুই সহস্রাধিক মানুষ উপকৃত হন৷ কীর্ত্তনের আধ্যাত্মিক তরঙ্গে উপস্থিত সকলকে উদ্বেলিত করে দেয়৷