আগরতলা ঃ গত ১৭ই নভেম্বর ত্রিপুরার কাঞ্চনপুরে বহিরাগত রিয়াং উগ্রপন্থিদের হাতে আক্রান্ত হয় কয়েকটি বাঙালী পরিবার৷ ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর ব্লকের লক্ষ্মীপুর গ্রামে৷ পার্শ্ববর্তী রাজ্য থেকে শরণার্থী সেজে বেশ কিছু রিয়াং উগ্রপন্থী ত্রিপুরা রাজ্যে বিশেষ করে উত্তর ত্রিপুরায় আশ্রয় নিয়েছে৷ তারা বাঙালীদের ওপর নানাভাবে নির্যাতন করছে৷ এর আগেও বহু ঘরবাড়ী লুট করেছে, বাঙালীদের উৎখাত করেছে৷ ত্রিপুরা সরকার আশ্চর্যজনকভাবে নীরব ভূমিকা নিয়েছে৷ বাঙালী ছাত্র-যুব সমাজের পক্ষ থেকে অভিযোগ করা হয় বাঙালী বিদ্বেষী বিজেপি সরকারের এই নীরবতাই রিয়াং উগ্রপন্থীদের প্রতি সমর্থন৷ সুবল দত্ত নামে এক যুবক রিয়াং উগ্রপন্থীদের আক্রমণে গুরুতর জখম হয়ে ধর্মনগর হাসপাতালে ভর্তি হন পরে তাকে আগরতলা জি.বি.হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক৷ এছাড়া লক্ষ্মীপুর গ্রামের সমীর দাসের বাড়ী থেকে গবাদি পশু নিয়ে পালিয়েছে৷ গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে ঘর-বাড়ী ছেড়ে পার্শ্ববর্তী দুর্গারাম স্কুলে আশ্রয় নিয়েছে৷ বাঙালী ছাত্র-যুব সমাজ ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে দোষী ব্যষ্টিদের গ্রেপ্তারের দাবী করেছে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়