সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৯শে অক্টোবর,২৩ আনন্দমার্গ কান্দী শাখার পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও গরিব ও দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে ধূতি, শাড়ী ও ছোটদের পোশাক মিলিয়ে প্রায় ৮০ জনকে নোতুন বস্ত্র দেওয়া হয়৷ আনন্দমার্গ সংস্থার কান্দী শাখার ভারপ্রাপ্ত সন্ন্যাসী আচার্য বানীব্রত ব্রহ্মচারী বলেন---স্থানীয় সহৃদয় মানুষের সহায়তায় প্রায় ২০ বছর ধরে আনন্দমার্গ এই বস্ত্র বিতরণ ও অন্যান্য সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে৷ এই অনুষ্ঠান সফল করার জন্য যারা পাশে দাঁড়িয়েছেন তাঁরা হলেন---সাক্ষীগোপাল দেব, কৃষ্ণচন্দ্র ঘোষ, অংশুমান ঘোষ, বিশ্বজিৎ সরকার দেবাশীষ গাঙ্গুলি, অমিত কুমার গাঙ্গুলী, দীপঙ্কর পাল ও সুকলের অন্যান্য শিক্ষকবৃন্দ৷ আনন্দমার্গের তরফ থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ জানান৷