কান্দিতে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মুর্শীদাবাদ জেলার কান্দি আনন্দমার্গ স্কুলে গত ২৩ ও ২৪শে এপ্রিল কান্দি ডিটস্তরের সেমিনার অনুষ্ঠিত হয়৷ দুইদিনব্যাপী এই সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত৷ ২৩শে এপ্রিল অপরাহ্ণে আলোচনার বিষয় ছিল সাধনা, অভিধ্যান ও কীর্ত্তন৷ আলোচনা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, ২৪শে এপ্রিল-প্রকৃত গুরু কে? এই বিষয়ে আলোচনা করেন আচার্য শান্তশুভানন্দ অবধূত৷ সভ্যতা বিজ্ঞান ও আধ্যাত্মিক প্রগতি, নূ্যনতম প্রয়োজন ও সর্বাধিক সুখ সুবিধা বিষয়ে আলোচনা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ কান্দি ডিটের শতাধিক আনন্দমার্গী আলোচনায় অংশগ্রহণ করেন৷ সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সম্পন্ন করেন কান্দি ডিট সেক্রেটারী আচার্য বাণীব্রত ব্রহ্মচারী৷ তাঁকে সর্বতোভাবে সাহায্য করেন স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাইবোনেরা৷