কাঁকিনাড়া, হালিশহরে আনন্দমার্গের বুক স্টলে উৎসাহী মানুষের ভীড়

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

উত্তর ২৪ পরগণার দুই শহরে হালিশহর উৎসব ও কাঁকিনাড়া উৎসব উপলক্ষ্যে মেলার আয়োজন করা  হয়েছিল ২৩শে জানুয়ারী থেকে ২৮শে জানুয়ারী পর্যন্ত৷ হালিশহরে রামপ্রসাদের খেলার মাঠে ও কাঁকিনাড়ায় রথতলা ফিঙেপাড়া হাইসুকলের মাঠে মেলা দুটি অনুষ্ঠিত হয়৷ দু’টি মেলাতেই আনন্দমার্গ প্রচারক সংঘের স্থানীয় ইয়ূনিটের পক্ষ থেকে বুকষ্টল দিয়েছিল৷ বুক স্টলগুলিতে আনন্দমার্গের দর্শন, ইতিহাস, বিজ্ঞান, যোগ, তন্ত্র, ভাষা, সাহিত্য, শিশু সাহিত্য বিষয়ক পুস্তকের সম্ভার ছিল৷ দুটি মেলাতেই আনন্দমার্গের বুক স্টলগুলিতে প্রচুর উৎসাহী মানুষ জমায়েত হয়েছিল ও তাঁরা বিভিন্ন রকম বইও ক্রয় করেন৷ মেলার উদ্যোক্তারাও আনন্দমার্গের স্টল পরিদর্শন করে ও পুস্তক সম্ভার দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন ও আগামী দিনে আনন্দমার্গের এই ধরণের বুক স্টলের আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন৷ স্টল দুটি পরিচালনা করেন আনন্দমার্গ প্রচারক সংঘের স্থানীয় সদস্য জয়ন্ত দাশ, গৌতম মণ্ডল, অরূপ মজুমদার, সঞ্জয় মিশ্র ও সৈকত ঘোষ প্রমুখ৷ এদের সঙ্গে সহযোগিতায় ছিল মিণ্টু বিশ্বাস, তপোময় বিশ্বাস, সুশীল জানা, এস.পি.সিং, সুবীর ব্যানার্জী প্রমুখ৷