৫ই সেপ্ঢেম্বর, কাঁথি মনোহরচক শান্তিপল্লীবাসী বিশিষ্ট আনন্দমার্গী দীপ্তেন্দু জানা’র মা সম্মানীয়া জ্যোৎস্না জানা গত ৫ই সেপ্ঢেম্বর প্রয়াত হন৷ তিনি কিছু দিন ধরে গয়টায় সংক্রান্ত রোগে ভুগছিলেন৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর৷ ঐদিন ইউনিট সম্পাদক শুভেন্দু ঘোষ এর পৌরহিত্যে আনন্দমার্গ চর্যাচর্য বিধিমতে মৃতদেহ সৎকার করা হয়৷ গত ৮ ই সেপ্ঢেম্বর কাঁথি ইউনিটের সকলমার্গী ভাইবোন ও পরিবারের সদস্য- সদস্যা, ডিট সম্পাদক আচার্য সুবোধানন্দ অবধূত মহাশয়ের পৌরহিত্যে আনন্দমার্গ চর্যাচর্য বিধিমেনে শ্রাদ্ধানষ্ঠান ও স্মৃতিচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ প্রথমে প্রভাত সংগীত লভি যদি পুনঃ মানব জনম, করে যাবো আমি তোমারই কাজ ’-এর মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়৷ তারপর মানব মুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম কীর্তন, সমাজ মন্ত্র, মিলিত সাধনা ,গুরু পূজা,চরম নির্দেশ,স্বাধ্যায় পাঠ, শ্রাদ্ধ বিষয়ে আধ্যাত্মিক আলোচনা ,শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণসভা করা হয়৷ শ্রাদ্ধ অনুষ্ঠানের বিষয়ে মূল্যবান বক্তব্য এবং মৃতার প্রতি স্মৃতিচারণা করেন উপস্থিত কাঁথি ইউনিটের কার্যকরী সম্পাদক বিদ্যাসাগর মাহাতো, বিশিষ্ট আনন্দমার্গী ভজহরি বর্মন, দীনেশ প্রধান ও অন্যান্য উপস্থিত প্রতিবেশী ও,আত্মীয় –স্বজন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়