গত ২৬শে নভেম্বর পূর্ব মেদিনীপুরে কাঁথি দীঘা বাইপাসে আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ে তিনঘন্টাব্যাপী অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ সিদ্ধমন্ত্র কীর্ত্তন পরিবেশিত হয় ও প্রয়াত প্রাক্তন সভাপতি অর্ধেন্দু শেখর মহাপাত্রের স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট আনন্দমার্গী মৌ নাথ ও অশোক নাথ৷ কীর্ত্তন পরিবেশনায় ছিলেন কাঁথি ডিট সেক্রেটারী আচার্য সুবোধানন্দ অবধূত, দীপ্তেন্দু জানা, ভজহরি বর্মন, বিদ্যাসাগর মাহাত, কাকলী জানা, অনিমা বর্মন, সোমশুভ্রা ঘোষ, সোমা সিন্হা প্রমুখ৷
কীর্ত্তন ও মিলিত প্রণিধান শেষে আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা করেন ইয়ূনিট সম্পাদক শুভেন্দু ঘোষ, পূর্ণেন্দু খাণ্ডা ও বিদ্যাসাগর মাহাত৷
পরিশেষে বিদ্যালয়ে প্রাক্তন সভাপতি সদ্যপ্রয়াত অর্ধেন্দু শেখর মহাপাত্রের স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়৷ বিদ্যালয়ের শিক্ষকগণ ও ইয়ূনিটের সদস্যগণ শ্রী মহাপাত্রের স্মৃতিচারণা করেন ও শ্রদ্ধা নিবেদন করেন৷ প্রসঙ্গত উল্লেখ্য ইস্কুল পুনরায় চালু করতে ২০১২ সালে মুখ্য উদ্যোগ নিয়েছিলেন অর্ধেন্দু মহাপাত্র৷ তাঁর আকস্মিক প্রয়াণে আত্মীয় পরিজন ও সংঘের সহকর্মীরা গভীরভাবে শোকাহত হন৷ সকলেই পরমপুরুষের কাছে তার আত্মার চিরশান্তি কামনা করেন ও আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন৷ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিশিষ্ট আনন্দমার্গী ও শিক্ষক বিদ্যাসাগর মাহাত৷