১৮ই ফেব্রুয়ারী কাঁথি ইউনিটের বিশিষ্ট আনন্দমার্গী সম্মানীয় দীপ্তেন্দু জানা মহাশয়ের ব্যবস্থাপনায় মনোহরচক শান্তিপল্লীস্থিত নিজ বাসভবনে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ছয় ঘন্টা ব্যাপী অখন্ড বাবা নাম কেবলম অষ্টাক্ষরী সিদ্ধ মন্ত্র কীর্ত্তন পরিবেশিত হয়৷ কীর্ত্তনের প্রারম্ভে সকল মার্গী দাদাদিদি-ভাইবোনদের নিয়ে প্রভাতকালীন নগর কীর্তন পরিক্রমা করা হয়৷ কীর্ত্তন পরিবেশন করেন ডীট সেক্রেটারি আচার্য সুবোধানন্দ অবধূত, জেলা পি ইউ সচিব মানস কালসার, ইউনিট সেক্রেটারি শুভেন্দু ঘোষ,বিশিষ্ট আনন্দমার্গী ভজহরি বর্মন, দীপ্তেন্দু জানা, শুদ্ধসত্ব মাহাত, কাকলী জানা ,অনিমা বর্মন, সোমা সিনহা, বিদ্যাসাগর মাহাত, কৃষা দেব ও তনুশ্রী দেব,পূর্ণেন্দু খান্ডা প্রমূখ৷ কীর্ত্তনান্তে মিলিত ঈশ্বরপ্রধান (সাধনা), গুরু পূজা, স্বাধ্যায় ও আধ্যাত্মিক আলোচনা হয়৷ আধ্যাত্মিক আলোচনায় কাঁথি আনন্দমার্গ প্রচারক সংঘের ইউনিট সম্পাদক শুভেন্দু ঘোষ ‘বাবা নাম কেবলম’ কীর্তন ও তার মাহাত্ম্য কথা প্রসঙ্গে বক্তব্য রাখেন,‘সাধনার গুরুত্ব’ সম্পর্কে তত্বধারনা দেন কাঁথি ডীট সেক্রেটারি আচার্য সুবোধানন্দ অবধূত, ‘নারী সমাজে আধ্যাত্মিক প্রগতির উপায়’ বক্তব্য রাখেন প্রবীন সন্ন্যাসীনী অবধূতিকা আনন্দ দ্যোতনা আচার্যা,‘নব্যমানবতাবাদ ভিত্তিক শিক্ষা’ প্রসঙ্গে আলোকপাত করেন পূর্ব মেদিনীপুরের ভক্তিপ্রধান সুভাষ প্রকাশ পাল এবং উপস্থিত সকল ভক্তদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজক দীপ্তেন্দু জানা৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট আনন্দমার্গী ও শিক্ষক বিদ্যাসাগর মাহাত৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়