কাঁথি, ২৩ শে জানুয়ারী, কাঁথি ইউনিটের বিশিষ্ট আনন্দমার্গী তথা কাঁথি ইউনিটের সম্পাদক সম্মানীয় শুভেন্দু ঘোষ মহাশয়ের ব্যবস্থাপনায় আজ মনোহরচকস্থিত তার নিজ বাসভবনে তিন ঘন্টা ব্যাপী অখন্ড বাবা নাম কেবলম অষ্টাক্ষরী সিদ্ধ মন্ত্র কীর্ত্তন ‘‘বাবা নাম কেবলম’’ পরিবেশিত হয়৷ কীর্ত্তন পরিবেশন করেন বিশিষ্ট আনন্দমার্গী ভজহরি বর্মন, শুভেন্দু ঘোষ, শুদ্ধসত্ব মাহাত, কাকলী জানা, দীনেশ প্রধান, সোমা সিন্হা, বিদ্যাসাগর মাহাত, পূর্ণেন্দু খান্ডা প্রমূখ৷ কীর্ত্তনান্তে মিলিত ঈশ্বরপ্রণিধান (সাধনা), গুরু পূজা, স্বাধ্যায় ও আধ্যাত্মিক আলোচনা হয়৷ আধ্যাত্মিক আলোচনায় বর্তমান সমাজ ব্যবস্থায় কীর্ত্তন এর প্রাসঙ্গিকতা ও অষ্টাদশ পুরাণের রচনাকার মহর্ষি বেদব্যাস বিকালতাদোষ প্রাপ্ত হয়ে অরূপ ঈশ্বরকে রূপে কল্পনা করেছেন, সর্বব্যাপনশীলতাকে তীর্থের মধ্যে বেঁধে সংকুচিত করেছেন ও অনির্বচনীয়তাকে স্তুতির মধ্যে এনে খর্ব করেছেন৷ এর জন্যে তিনি যে শ্লোকে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তা উপস্থিত ভক্তমন্ডলীর কাছে ব্যাখ্যা করা হয়৷’
রূপং রূপবিবর্জিতস্য ভবতো যদ্ধ্যানেন কল্পিতম্
স্তুত্যাহনির্বচনীয়্ অখিলগুরো দূরীকৃতা যন্ময়া৷
ব্যাপিত্বং চ নিরাকৃত্যং যৎ তীর্থযাত্রাদিনা৷
ক্ষন্তব্যং জগদীশো তদ্বি কলতাদোষত্রয়ং মৎকৃতম্