সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
পূর্বমেদিনীপুর এডুকেশন বোর্ডের পরিচালনায় বিগত ৭ই সেপ্ঢেম্বর কাঁউরচণ্ডী আনন্দমার্গ স্কুলে গুরুকুল দিবস পালন করা হল৷ পাঁশকুড়া এবং কোলাঘাট ব্লকের প্রায় ৭০জন শিক্ষক-শিক্ষিকা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ এছাড়া স্থানীয় মার্গী এবং অভিভাবক-অভিভাবিকারাও উপস্থিত হয়েছিলেন৷ মিলিত ঈশ্বর প্রণিধানের পর জলযোগপর্ব৷ তারপর মূল অনুষ্ঠান শুরু হয়৷ গুরুকুল সচিব আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত গুরুকুল সৃষ্টির ইতিহাস এবং গুরুকুলের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য একজন আদর্শ শিক্ষকের ভূমিকা কী হবে তা সহজ-সরল ভাষায় সবাইকে বুঝিয়ে দেন৷ আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত ও আচার্য সুবোধানন্দ অবধূত অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বপ্রকার সহযোগিতা করেছেন৷ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভূক্তিপ্রধান শ্রী সুভাষ প্রকাশ পাল৷