কারা বেষ্টনির মধ্যে ও কারারক্ষীদের শ্যেনদৃষ্টির আড়ালেও নানা দুর্নীতির পথ ধরে বিভিন্ন অপরাধে অপরাধী বন্দীরা জেলে বসে মোবাইলের সাহায্যে খুন, তোলাবাজি, হুমকি কিছুই বাদ দিচ্ছে না৷ তা ঠেকাতে মোবাইল বাজেয়াপ্ত, পাবলিক বুথের সংখ্যা বাড়ানো, জ্যামার বসানোর মতো বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে৷
আঁটোসাঁটো নিরাপত্তার লৌহ কপাটের আড়ালে ব্যাপকভাবে বন্দীদের হাতে কিভাবে মোবাইল পৌঁছে যাচ্ছে ? এর পেছনে একশ্রেণীর কারারক্ষীর যোগসাজসের অভিযোগ দীর্ঘদিনের৷
বিভিন্ন সময়ে এ ব্যাপারে নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও এই দুর্নীতি সরানো যায় নি৷
এবার কারাবিভাগ কয়েদিদের মোবাইল ব্যবহার ঠেকাতে শাস্তির পথে হাঁটতে চলেছে৷ আটক মোবাইলের আই এম আই নম্বর নেবার ব্যবস্থা হচ্ছে৷ কয়েদিদের মোবাইল সংগ্রহ করে দেওয়া ছাড়া অন্য যে কোন অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারারক্ষীদেরও শাস্তির ব্যবস্থা আছে, সেক্ষেত্রে বেতন বৃদ্ধি আটকে দেওয়া, সাসপেন্সন, বদলি প্রভৃতির মাধ্যমে কড়া হাতে পদক্ষেপ নিতে হবে৷ শাস্তির ব্যবস্থা কঠোর হলে মোবাইলের ব্যবহারের প্রবণতা অনেকটাই কমবে বলে সংশ্লিষ্ট আধিকারিকের বিশ্বাস এছাড়া বিধান সভায় আইনের মাধ্যমে কোন সংশোধনী বিল এনে বে-আইনিভাবে কারাভ্যন্তরে কয়েদিদের কাছে মোবাইল, ল্যাপটপ ও মাদক সরবরাহ বন্ধ করার বা ধরা পড়লে শাস্তির সীমা বাড়ানোর জন্যে আইনি ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখতে হবে৷