বাঙলা থেকে শীত বিদায় নিতে চলেছে৷ তবে উত্তর ভারতে এখনও ব্যাটিং চালিয়ে যাচ্ছে কনকনে আবহাওয়া৷ চলছে তুষারপাতের মরসুম৷ গত সোমবারও উত্তরের তিনটি রাজ্যে ভারী বৃষ্টি এবং ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছিল ৷ জম্মু ও কাশ্মীরে হতে পারে তুষারধস৷ মৌসম ভবনের তরফে সেখানকার বাসিন্দাদের খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে৷ মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, গত সোমবার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমের উঁচু এলাকায় ভারী বৃষ্টি হয়েছে৷ সেই সঙ্গে ভারী তুষারপাতের সম্ভাবনাও ছিল ৷ তিন রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে৷ এ ছাড়া, গত ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বরফ পরে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকায়৷ কাশ্মীরে গত কয়েক দিন ধরেই বরফ পড়ছে৷ রাস্তাঘাট সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে৷ বাড়ি, গাড়ির উপরেও বরফের আস্তরণ পড়তে দেখা গিয়েছে৷ এর মাঝে গত সোমবার আরও তুষারপাতের কারণে তুষারধস হয়েছে উপত্যকায়, মৌসম ভবনের পূর্বাভাসে সেই ইঙ্গিত রয়েছে৷ তবে আবহবিদেরা জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে কাশ্মীরে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে গত রবিবারও অত্যধিক তুষারপাতের কারণে কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে৷ বাতিল হয়েছে অনেক বিমান৷ জাতীয় সড়ক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বরফের পড়ে বন্ধ হয়ে গিয়েছে৷ পর্যটকেরা যার ফলে ভোগান্তির শিকার হয়েছেন৷ অনেকে পাহাড়ে আটকে পড়েছেন৷ দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের মতো রাজ্যে আবার অসময়ে বৃষ্টি হচ্ছে৷ উত্তরাখণ্ডের নিচু এলাকাতেও বৃষ্টি হয়েছে গত রবিবার৷ বৃষ্টির কারণেই এই রাজ্যগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে৷ তবে দিনের তাপমাত্রা বেশ কমেছে৷ আবহাওয়ার কারণে বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে৷ বিভিন্ন বিমান সংস্থা ইতিমধ্যে তা নিয়ে যাত্রীদের উদ্দেশে সতর্কতা জারি করেছে৷ ভাল করে খোঁজখবর নিয়ে যাত্রা শুরু করতে বলা হয়েছে৷
সংবাদদাতা
পি.এন.এ.
সময়