সরকারী প্রকল্পের সুবিধা বণ্টনের ক্ষেত্রে ও এমনি আরো অনেক ক্ষেত্রে দলের নেতা-কর্মীরা জনগণের কাছ থেকে ‘তোলা তুলছেন’, বিভিন্ন প্রকল্পের টাকা থেকে ‘কাটমানি’ খাচ্ছেন---এবার এই অভিযোগ আনলেন স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রী৷ গত ১৮ই জুন দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে রাজ্যের সমস্ত পুরসভার নির্বাচিত দলীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী এই মারাত্মক অভিযোগ এনে দলে যারা এইভাবে দুর্নীতি করছে তাদের ধমক দেন ও যারা কাটমানি নিয়েছে তাদের তা অবিলম্বে ফেরৎ দেওয়ার নির্দেশ দেন৷
এই বৈঠকে তিনি বলেন---নানান জনহিতকর প্রকল্পে জনগণের স্বার্থে সরকার যে অর্থ ব্যয় করছেন, দলীয় নেতা-কর্মীরা তার কমিশন নিচ্ছেন, এটা তাঁর অজানা নয়৷ তাঁর দাবী ‘বাঙলার বাড়ী’ প্রকল্পে টাকা পাইয়ে দিয়ে ২৫ শতাংশ কমিশন নেওয়া হয়েছে৷ এমনকি কন্যাশ্রী, সমব্যথীর মত প্রকল্পেও কমিশন কাটা হয়েছে৷ সমব্যথী প্রকল্পে ২০০০ টাকা দেওয়া হয়, সেখানেও ২০০ টাকা কমিশন দিতে হচ্ছে বলে তার কাছে খবর আছে৷ মমতা বলেন, এসব বরদাস্ত করা হবে না৷ তাড়িয়ে দেওয়া হবে৷ তিনি আরো বলেন, যাঁরা টাকা নিয়ে ধরা পড়েছে, তারা অন্য দলে চলে যাচ্ছে৷ তবে যাঁরা দলে থাকতে চান, তাঁদের অবিলম্বে কাট মানির টাকা ফেরৎ দিতে হবে৷